ঢাকা     মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৫, ৩ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো: হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দিতে হয় সেখানে তথ্যের গড়মিল, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা ও খেলাপি হওয়ার কারণে কয়েকজন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে।

চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং আইন মেনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলার পাঁচটি আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুন অনেক মুখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। আজকের এই ঘোষণার পর জেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ আরও তুঙ্গে উঠেছে।

ঢাকা/অমরেশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়