ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১২, ৯ জানুয়ারি ২০২৬
এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক কর্মীকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ইয়ামাহা আর-১৫ (Yamaha R15) মোটরসাইকেলটি ঢাকা থেকে উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। গাজীপুর মহানগর পুলিশ এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। আজ মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসেবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেপ্তারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

মো. তাহেরুল হক চৌহান আরো জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার জোগিতলা এলাকায় এ এনসিপি কর্মীকে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করা হয়। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়। ফলে, তিনি অল্পের জন্য বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। তিনি গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় বাস করছেন।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়