ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:২০, ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় অবস্থিত সিমেন্ট কারখানায় শনিবার রাতে বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে অন্তত আটজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বন্দর উপজেলার একরামপুর এলাকায় অবস্থিত আকিজ সিমেন্ট কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ সিমেন্ট কারখানার ভেতরে সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলি ফাইবার ইউনিটে একটি এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। মেশিনটির ভেতরে উচ্চ তাপমাত্রার বাতাস জমে থাকার সময় এই বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। তবে, প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিস্ফোরণের পর কারখানার ভেতরে থাকা কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে সাত থেকে আটজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

বন্দর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সঞ্জয় খান জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। 

তিনি বলেন, “প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়