ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩১, ১৪ জানুয়ারি ২০২৬
দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

আহত তরিকুল ইসলাম।

যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় বিয়েতে দাওয়াত না পেয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সাদিকপুর গ্রামের মৃত আইতাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করেন। তরিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে। 

স্থানীয়দের বরাত দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভিকটিম তরিকুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত না দেওয়ায় একই এলাকার লাল্টুর ছেলে ইয়ামিন তার সঙ্গে কথা কাটাকাটি করে। একপর্যায়ে ইয়ামিন কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়। এর পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তরিকুল ইসলামকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ফারুক আহমেদ বলেন, “এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”

ঢাকা/রিটন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়