ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনী হাসপাতালে সংকটের মধ্যেই চালু হলো এইচডিইউ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩২, ১৪ জানুয়ারি ২০২৬
ফেনী হাসপাতালে সংকটের মধ্যেই চালু হলো এইচডিইউ

ফেনী জেনারেল হাসপাতালে চালু হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট চালু হয়েছে। 

দীর্ঘদিন ধরে জনবল সংকটে থাকা ফেনী জেনারেল হাসপাতালে চালু হলো হাই ডিপেন্ডেন্সি (এইচডিইউ) ইউনিট। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নতুন এ বিভাগের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। 

হাসপাতাল সূত্র জানায়, নতুন এ বিভাগটি ২১ শয্যা বিশিষ্ট। যেখানে গুরুতর অসুস্থ রোগীরদের ২৪ ঘণ্টা মনিটরিং ও নিবিড় পরিচর্যা ও অধিকতর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এই নতুন ইউনিট চালু করা হয়েছে। যেসকল ক্রিটিক্যাল রোগীদের আইসিইউ দরকার নেই তবে ঘণ্টায় ঘণ্টায় পরিচর্যা ও পর্যবেক্ষণের প্রয়োজন আছে সেসকল রোগীদের এ ইউনিটে সেবা দেওয়া হবে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমাদের জনবল সংকট আছে এটা সত্য। তারপরও এ ইউনিটটি চালু করার জন্য দীর্ঘদিন সংশ্লিষ্ট দপ্তরের চাপ রয়েছে। সে লক্ষে আমরা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্সসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক মিটিং করে ইউনিট চালুর বিষয়ে একমত হয়েছি। আশা করছি বুধবার থেকে ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।” 

নতুন সংযোজন হওয়া ইউনিটের জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মেডিসিন কনসালটেন্ট ডা. মাহতাব উদ্দিন এ ইউনিটের প্রধান থেকে কাজ করবেন। ইমার্জেন্সি মেডিকেল (ইএমও) অফিসারগণও এ বিভাগের সেবাসংশ্লিষ্ট থাকবেন। ৮ জন নার্স রোস্টার ভিত্তিক রোগীদের সেবা কর্যক্রম পরিচালনা করবেন।”

নতুন বিভাগে প্রশিক্ষিত নার্স ও জনবলের বিষয়ে তিনি বলেন, “যেসকল নার্সের আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। আশা করছি হাসপাতালে কর্তব্যরত সকলের সহযোগিতায় আমরা এ ইউনিটটি চালিয়ে নিতে পারব।” 

এ কর্মকর্তা আরো বলেন, “করোনাকালে এই হাসপাতালে প্রচুর চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এসেছিল। সেসব সারপ্লাস যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এই ইউনিটটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এই ইউনিট হাসপাতালে সংরক্ষিত যন্ত্রপাতি, মেশিনারীজ, পুরাতন ভবনে এবং বিদ্যমান জনবল দিয়ে চালু করা হয়েছে। পরে পর্যায়ক্রমে আরো প্রয়োজনীয় মেশিনপত্র সংযোজন করা হবে।”

ঢাকা/সাহাব উদ্দিন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়