যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের সামনে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিকশার যাত্রী নয়ন মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন মিয়া জানান, ভোরের দিকে তিনি রিকশায় কিছু কাঠের মালামাল তুলে রিকশার পাশে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে চালক সাগরের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহতের বাড়ি ঢাকার শনিরআখড়ায়
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা