আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুয়াশায় ঢাকা গ্রামের পথ।
দেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এ জেলায় প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা ছয় দিন ধরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগে, মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। ফলে শীতের তীব্রতা তেমন ছিল না।
এছাড়া গত সোমবার (১২ জানুয়ারি) একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রবিবার একই সময়ে রেকর্ড হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার রেকর্ড হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার একই সময়ে রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
কিছুদিন ধরেই এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। তবে গত কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। দ্রুতই কুয়াশাভেদ করে সূর্যের দেখা মেলে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জেষ্ঠ্য পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, আজকে সকাল ৯টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৮ শতাংশ এবং গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার।
ঢাকা/নাঈম/এস