ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাটমোহরে কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২৯, ১৫ জানুয়ারি ২০২৬
চাটমোহরে কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, হরিপুর ইউনিয়নের আফজালপাড়া গ্রামের মাংস বিক্রেতা আশু প্রামাণিকের ছেলে আশরাফুল ইসলাম মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় শিয়াল শিকার করে। পরে সেই শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি বেগতিক বুঝতে পেরে আশরাফুল কৌশলে শিয়ালের মাংস ধুলাউড়ি আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে পুঁতে দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে আশরাফুল পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এদিকে এলাকার একাধিক ব্যক্তি জানান, এর আগে আশরাফুল পাবনা সদরে বিভিন্ন হোটেলে শুকরের মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। এলাকাতেও শিয়ালের মাংস এবং মরা ছাগলের মাংস বিক্রির সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে।

ঢাকা/শাহীন/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়