প্রকাশ্যে ধূমপান করায় হিলিতে জরিমানা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশ্যে ধূমপান করায় ২০০ টাকা জরিমানা করা হয়।
প্রকাশ্যে ধূমপান করায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে এক ব্যক্তিকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও হিলি বাজারে বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/মোসলেম/এস