ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসইসির ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস প্রদান আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৫ জানুয়ারি ২০২৬  
বিএসইসির ক্যাপিটাল মার্কেট জার্নালিজম অ্যাওয়ার্ডস প্রদান আজ

‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’ এর পুরস্কার প্রদান করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী আগারগাওয়ে বিকাল সাড়ে ৩টায় সিকিউরিটিজ কমিশন ভাবনের মাল্টিপারপাস হলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তন করেছে।

এতে আরো বলা হয়, ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ অনুষ্ঠানে কমিশনের অন্য কমিশনাররাা উপস্থিত থাকবেন।

 

ঢাকা/এনটি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়