নাগরিক শোকসভা শুক্রবার, থাকবেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ শোকসভা শুরু হবে। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, তবে তিনি বক্তব্য দেবেন না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোকসভার এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এই শোকসভায় বেগম খালেদা জিয়ার পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন। শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শোকসভায় দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, শিক্ষাবিদ, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। সিনিয়র রাজনীতিকরা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন না। নাগরিক সমাজের পক্ষে একাধিক সম্পাদক, অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন।
খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়।
ঢাকা/আলী/সাইফ