ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছে ঝুলছিল নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ জানুয়ারি ২০২৬  
গাছে ঝুলছিল নারীর লাশ

প্রতীকী ছবি

খুলনায় মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলিতে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির একটি গাছে মরিয়মের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরিয়মের মা পারুল বেগম জানান, বুধবার বিকেলে মরিয়ম নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে তার মারা যাওয়ার খবর পাই। মরিয়মের একটি কন্যা সন্তান রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়