ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৫ জানুয়ারি ২০২৬  
চকরিয়ায় বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন

বাপ্পি মল্লিক।

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় আহত মোটরসাইকেল চালক বাপ্পি মল্লিক (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

বাপ্পি মল্লিক উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

মল্লিকপাড়ার বাসিন্দা আশিস মল্লিক জানান, বুধবার দুপুরে বাপ্পি হারবাং থেকে চকরিয়া পৌর শহরের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাপ্পি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়