ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৫, ১৫ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হওয়া নারী ।

কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এ তথ্য জানান।

আরো পড়ুন:

আটক খুরশিদা বেগম পালাকাটা এলাকার মো. নুরুল হকের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে খুরশিদা বেগম (৩৬) নামে এক নারীকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে আটক করা হয়।”

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুরশিদা বেগম স্বীকার করেন তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়