ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬  
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও তার দুই সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় বাস থেকে ওই তিনজনকে আটক করা হয়। তারা হলেন— বাসের চালক মো. আলতাফ (২৫) এবং তার সহকারী (হেল্পার) মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) রেডিও কলোনি থেকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর ওই ছাত্রীকে জোর করে আটকে রেখে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ওই নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে তার ভিডিও ধারণ করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়