ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমানীতে ৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৯, ১৮ জানুয়ারি ২০২৬
ওসমানীতে ৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩৮ ঘণ্টা পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা।

এর আগে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় রবিবারও কর্মবিরতি অব্যাহত থাকে। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন রোগীরা।

আরো পড়ুন:

রবিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাসপাতালের স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনসহ মোট আট দফা দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হয়।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক ডা. মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করছি। তবে মানসিক প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে সোমবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেব।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

ঢাকা/রাহাত/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়