ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও–২ আসন: বিএনপি নেতা তুলার মনোনয়নপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২০ জানুয়ারি ২০২৬  
ঠাকুরগাঁও–২ আসন: বিএনপি নেতা তুলার মনোনয়নপত্র প্রত্যাহার

স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এবং স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তুলা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এর ফলে এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাতজন।

আরো পড়ুন:

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে তুলার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনি কৌশলের অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। তুলার মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ডা. আব্দুস সালামের অবস্থান সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনি মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে। 

ঢাকা/হিমেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়