ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাইকোর্টের রায়ে মনোনয়ন বৈধ, সপরিবারে দেশে থাকছেন ইলিয়াছ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২০ জানুয়ারি ২০২৬  
হাইকোর্টের রায়ে মনোনয়ন বৈধ, সপরিবারে দেশে থাকছেন ইলিয়াছ 

ইলিয়াছ মিয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় সপরিবারে দেশ ছাড়ার ঘোষণা দেওয়া কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রায় পাওয়ার পর ইলিয়াছ মিয়া দেশে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের প্রতি তার আস্থা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

আরো পড়ুন:

গত ৩ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। এতে হতাশ হয়ে তিনি পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা দেন।

অবশেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের রায়ে তার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান বলে জানিয়েছেন তিনি।

মো. ইলিয়াছ মিয়া বলেন, “মনোনয়নপত্র বাতিল হওয়ায় আমি হতাশ হয়ে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে হাইকোর্টে রিট করলে মনোনয়নপত্রের বৈধতা পাই। এখন আর দেশের বাইরে যাওয়ার কথা ভাবছি না। তবে নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা নেই। তাদের কার্যক্রম ও মানসিকতা দেখেছি। আমলাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরও নির্বাচনে লড়ে যাব।”

গত ২২ ডিসেম্বর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পলিটিক্স ইজ এ কমিটমেন্ট’—অর্থাৎ ‘রাজনীতি হচ্ছে প্রতিশ্রুতি’ এই স্লোগান সামনে রেখে ‘কক্সবাজার ইনিশিয়েটিভ’ নামে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে মো. ইলিয়াছ মিয়াকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। যেখানে ২ লাখ ৮৭ হাজার ৪৮৪ পুরুষ ও ২ লাখ ৫৩ হাজার ১৫৯ জন নারী এবং ১ জন হিজড়া ভোটার রয়েছেন।

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়