জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়াশ্রম নির্মূল হবে: র্যাবের ডিজি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন র্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়াশ্রম নির্মূল করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে ওই বাহিনীর কর্মকর্তা মোতালেবের জানাজা শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
র্যাবের ডিজি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই র্যাব দেশের আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ দমনে কাজ করছে। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। আজ এ সংখ্যা আরেকজন বাড়ল। আমরা আজ কথা দিতে চাই, আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। সাহসিকতার সাথে কাজ করব।
তিনি বলেন, যেকোনো ঝুঁকি নিয়েই হোক, আমরা আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে যাব। আপনারা জানেন যে, আমরা জুলাই-আগস্টের পরে গত দেড় বছরে অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছি, অনেক অস্ত্র উদ্ধার করেছি। প্রত্যেকটা অভিযানের পিছনেই একটা নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলাকে আমরা মোকাবিলা করে অভিযান পরিচালনা করি।
জঙ্গল সলিমপুরের অভিযান ও হতাহত প্রসঙ্গে তিনি বলেন, অভিযানে দু’-একটি ব্যতিক্রম হয়, এ ঘটনাও সেরকম। এই ক্ষেত্রে আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরো ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল, এজন্য হয়ত আমাদের সদস্যরা সেখানে সন্ত্রাসীর দিকে গুলি করেনি। গুলি করলে সাধারণ মানুষের গায়েও আঘাত লাগার আশঙ্কা থাকে। আমরা পুরো অভিযানের বিষয়ে ইনকোয়ারি করে দেখব যে, এখানে আমাদের কোনো ভুল-ত্রুটি আছে কি না। ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে ভবিষ্যতে আমরা আরো সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করব।
র্যাব কর্মকর্তা মোতালেবকে হত্যার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে, উল্লেখ করে এ কে এম শহিদুর রহমান বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
জঙ্গল সলিমপুর এখন সন্ত্রাসীদের একটি আড্ডাখানায় পরিণত হয়েছে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে আমরা খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং যারা অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে আমরা আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করব।
র্যাবের ডিজি বলেন, এই অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যেভাবে তৈরি হয়েছে, তা আমরা আর চলতে দেব না। অবৈধভাবে গড়ে ওঠা এই আস্তানাগুলো চিহ্নিত করে উচ্ছেদ করা হবে। এলাকাকে নিরাপদ করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।
ঢাকা/রেজাউল/রফিক