ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৯ আসনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ২০ আসনে একজনের

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:২৩, ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৯ আসনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ২০ আসনে একজনের

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে ঢাকা-২০ (ধামরাই) আসনে সাত জন প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন একজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট আসন দুটির সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ঢাকা-১৯ আসন থেকে যে দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আফজাল হোসাইন এবং খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী এ, কে, এম এনামুল হক। অন্যদিকে ঢাকা-২০ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ।

প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের পর ঢাকা-১৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সংখ্যা কমে দাঁড়ালো আট জনে। অন্যদিকে ঢাকা-২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সংখ্যা এখন ছয় জন।

মনোনয়ন প্রত্যাহারের পর ঢাকা-১৯ আসন থেকে যেসব প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. বাহাদুর ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো. কামরুল।

অন্যদিকে ঢাকা-২০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী মো. আশরাফ আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহছান খান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী মো. আরজু মিয়া এবং এবি পার্টি মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ।

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়