তালায় ‘ডিবি’ পরিচয়ে ২ কোটি ১০ লাখ টাকা লুটের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার তালা উপজেলার এক পোল্ট্রি ব্যবসায়ীর খামার বাড়িতে সোমবার মধ্যরাতে ডাকাতি হয়।
সাতক্ষীরার তালা উপজেলায় ‘ডিবি’ পরিচয়ে পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামার বাড়ি থেকে ২ কোটি ১০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর মা আফরোজা বেগম জানান, রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করেন, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। ঘরে প্রবেশ করে প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না জানতে চায় তারা। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে।
একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং ঘরের বাইরে জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরো ২ কোটি টাকা লুট করে। পরে তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফল কবির জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/শাহীন/মাসুদ