ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালুকায় বাস উল্টে নিহত ২, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৬, ২২ জানুয়ারি ২০২৬
ভালুকায় বাস উল্টে নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকার সুলতানা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- বাসের হেলপার অনিক মিয়া (২৮) ও যাত্রী শাহজাহান কবীর (৪০)।

শাহজাহান উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি মেহিদী মাসুদ বলেন, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা ১২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়