ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফেনীতে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ থাকবে’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬
‘ফেনীতে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ থাকবে’

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের জনসভার আয়োজন করা হচ্ছে।

দীর্ঘ দুই দশক পর ফেনীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

আরো পড়ুন:

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে ফেনীতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা অংশ নেবেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটি কার্যকর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।”

তিনি আরো বলেন, “শহরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে কাজ করবে।”

সভাস্থলের নিরাপত্তা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, “সব প্রার্থীর নিরাপত্তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে বিপুলসংখ্যক প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি থাকবে, তাই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের নিরাপত্তায় আমরা সতর্ক রয়েছি।”

এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম বিভাগ সফরকে কেন্দ্র করে ফেনীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। শহরের প্রধান সড়ক, মোড়, পাইলট স্কুল মাঠসহ অলিগলিতে ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

নিরাপত্তার অংশ হিসেবে আজ রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে। রবিবার শহরে অতিরিক্ত মানুষের সমাগমের কারণে বড় যানবাহন যেন শহরে প্রবেশ না করে এবং মোটরসাইকেল চলাচল সীমিত রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

ঢাকা/সাহাব উদ্দিন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়