ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবদুল আউয়াল মিন্টু বললেন, ‘ভোটের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৬, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:৩৯, ১৮ জানুয়ারি ২০২৬
আবদুল আউয়াল মিন্টু বললেন, ‘ভোটের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ফটো।

বিএনপি প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে এনসিপিসহ জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিকরা বিভিন্ন অভিযোগ তোলার মধ্যেই হেভিওয়েট প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলে জামায়াত প্রার্থীর আবেদন খারিজ করে দেওয়ায় ‘সত্যের জয় হবেই’ বলে মন্তব্য করেছেন তিনি। 

এক প্রতিক্রিয়ায় মিন্টু লিখেছেন, “প্রতিপক্ষ আবার আমাকে সাহায্য করলেন এটা প্রমাণ করতে যে, সত্যের জয় হবেই। ভোটের মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ।” 

আরো পড়ুন:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন মানিক, যা টিকল না।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন শুনানিয়ে নিয়ে মিন্টুর প্রার্থিতা বহাল রাখার ঘোষণার পর নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে লড়াইয়ের বার্তা দিয়ে নিজেকে এই দেশের সন্তান বলে বর্ণনা করেছেন তিনি।

ফেসবুক পোস্টে মিন্টু লিখেছেন, “আমি সর্বদা আমার দেশের মানুষের ওপর বিশ্বাস এবং আল্লাহর ওপর আস্থা রেখেছি। সেই কারণেই আজ এই নির্বাচনি লড়াইয়ে আমার বৈধতা প্রমাণিত হয়েছে। আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসার জন্য আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ আবার আমাকে সাহায্য করলেন এটা প্রমাণ করতে যে, সত্যের জয় হবেই। ভোটের মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ।”

আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নের বিরুদ্ধে আনা ভিত্তিহীন ও হয়রানিমূলক আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। প্রতিপক্ষরা সময়ের সঙ্গে সঙ্গে নানা অভিযোগ উত্থাপন করে কমিশনে আপিল করে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।”

“১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত সকল শাসনামলের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি এই দেশের নাগরিক না হয়ে কোথায় যাব? এই মাটির ওপর আমার অধিকার থাকবে না কেন,” যোগ করেন মিন্টু।

ঢাকা/সাহাব/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়