ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে সড়কে নির্বাচনি ক্যাম্প করায় দুই প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ২৮ জানুয়ারি ২০২৬  
নারায়ণগঞ্জে সড়কে নির্বাচনি ক্যাম্প করায় দুই প্রার্থীকে জরিমানা

মঙ্গলবার দুপুরে এনসিপির শাপলা কলি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প বসালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। ছবি: রাইজিংবিডি।

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এনসিপির শাপলা কলি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প বসালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়।

আরো পড়ুন:

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথক ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনি ক্যাম্প অপসারণ কার্যক্রম শুরু করেন। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য তাদের সতর্কও করা হয়েছে।

ঢাকা/অনিক/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়