সিইসির সঙ্গে ‘নির্বাচন নিয়ে’ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আজ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ফাইল ফটো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও জোটের প্রতি ঝুঁকে পড়ার খবর ছড়িয়ে পড়ায় তা নিয়ে যখন ভোটের মাঠ গরম, ঠিক সেই সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের সূচি জানা গেল।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তাদের মধ্যে এই বৈঠক হবে তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিষয়টি সম্পর্কে তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিপক্ষীয় এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।
নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করছেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে সহায়তাকারী হিসেবে আলোচনায় থাকা যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারের নির্বাচনেও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পরিকল্পনা জানতে চাচ্ছে এবং তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কেও আভাস দিচ্ছে।
ঢাকা/এসআই/রাসেল