ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুপুরে রাজশাহীতে তারেক রহমানের জনসভা, প্রস্তুতি সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬
দুপুরে রাজশাহীতে তারেক রহমানের জনসভা, প্রস্তুতি সম্পন্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পৌঁছাবেন। দুপুর ২টার দিকে তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এর আগে, দুপুর দেড়টার দিকে হজরত শাহমখদুম রূপোষ (রহ.) মাজার জিয়ারত করবেন দলটির চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলটির শীর্ষ নেতারা জানান, রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে, যা এ অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে।

আরো পড়ুন:

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‍“রাজশাহীর জনসভা এ অঞ্চলের ইতিহাসে সর্ববৃহৎ জনসমুদ্রে রূপ নেবে। পুরো মহানগরী জনতায় পূর্ণ হয়ে যাবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন।”

তিনি বলেন, “তারেক রহমান ইতোমধ্যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে একটি নতুন বাংলাদেশের রূপরেখা প্রস্তুত করেছেন তিনি।”

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বয়োজ্যেষ্ঠদের জন্য হেলথ কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, তরুণদের কর্মসংস্থানে আইটি প্রকল্প ও আন্তর্জাতিক প্রশিক্ষণ, রাজশাহীতে বিশেষায়িত ইপিজেড স্থাপন এবং হারিয়ে যাওয়া রেশম শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নেবেন তারেক রহমান।”

মিজানুর রহমান মিনু বলেন, “গত ১৭ বছরে রাজশাহী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিএনপি মেগা প্রকল্প নয়, বরং জনগণের কল্যাণভিত্তিক ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে।” তারেক রহমানের জনসভায় রাজশাহী বিভাগের তিন জেলায় বিএনপির ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে ভোটারদের সঙ্গে এই জনসভায় পরিচয় করিয়ে দেবেন।”

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, “তারেক রহমানের আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও রাজশাহী অঞ্চলের সর্বস্তরের জনগণের ঐতিহাসিক এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। দলীয় প্রধানের এই জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভাসহ নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। জনসভার জন্য ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের মঞ্চও প্রস্তুত। এই জনসভা আমরা সফল করতে চাই।”

গত রবিবার সকাল থেকেই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। বুধবার বিকেলের মধ্যে সার্বিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে ৮০ ফুট লম্বা এবং ২৪ ফুট চওড়া বিশাল মঞ্চ, সাউন্ড সিস্টেম, বড় পর্দা ও আলোকসজ্জা। সারি সারি চেয়ার বসানো হয়েছে মাঠের ভেতরে।

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়