ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্লোগান নিয়ে হাতিয়ায় এনসিপি ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
স্লোগান নিয়ে হাতিয়ায় এনসিপি ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানে স্লোগানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন। 

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, হাতিয়া দ্বীপ সমিতির একটি প্রতিনিধি দল, সম্মিলিত সামাজিক সংগঠন ও হাতিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে ফেরি আনার পিছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। এই স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতি শুরু হয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে। হাতাহাতি ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। 

 

ঢাকা/মাওলা সুজন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়