ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মরণ থেকে অঙ্গীকার: জহির রায়হানের চেতনায় রাজনীতিতে তপু

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
স্মরণ থেকে অঙ্গীকার: জহির রায়হানের চেতনায় রাজনীতিতে তপু

সাহিত্যিক ও চলচ্চিত্রকার শহীদ জহির রায়হানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে স্মরণানুষ্ঠান। ১৯৭২ সালে মিরপুরে মুক্তিযুদ্ধ-পরবর্তী শেষ রণাঙ্গনে নিখোঁজ হওয়ার পর তিনি শহীদ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জহির রায়হানের পুত্র তপু রায়হান। এছাড়াও, উপস্থিত ছিলেন শহীদ জহির রায়হানের পরিবার-পরিজন, সংস্কৃতিকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন:

স্মরণানুষ্ঠানে প্রদর্শিত হয় জহির রায়হানের বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, যা আজও মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠান শেষে তপু রায়হান গণমাধ্যমকে জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, “রাজনীতি তার কাছে কোনো উত্তরাধিকার নয়; বরং এটি তার বাবার চেতনা ধারণ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। ঢাকা-১৭ আসনের গুলশান-বনানী থেকে কড়াইল বস্তি পর্যন্ত বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তপু রায়হান।

শহীদ জহির রায়হানের স্মরণ তাই কেবল অতীতের শ্রদ্ধা নয়; বরং ভবিষ্যতের রাজনীতিতে মানবতা, ন্যায় ও চেতনার এক শক্তিশালী বার্তাও বহন করে।-বিজ্ঞপ্তি

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়