৪ দল নিয়ে পর্দা উঠছে এনডিইউবি ক্রিকেট লীগের
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম
এনডিইউবি ক্রিকেট লীগ শুরু হবে শনিবার (৩১ জানুয়ারি)। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিবছরের মতো এবারো এই জনপ্রিয় ক্রিকেট লীগ আয়োজন করা হচ্ছে।
২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই লীগটি নটর ডেম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন হিসেবে পরিচিত।
এবারের আসরে চারটি দল অংশগ্রহণ করছে; ইংলিশ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসই ও এলএলবি। লীগকে কেন্দ্র করে পুরো নটর ডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কঠোর অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়রা যেমন নিজেদের প্রস্তুত করেছেন, তেমনি প্রিয় দলকে সমর্থন দিতে প্রস্তুত দর্শকরাও।
৩১ জানুয়ারি থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হবে এবং আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল ম্যাচ।
ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটর ডেম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য। সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে পাঁচবারের ফাইনালিস্ট ও তিনবারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবারো মাঠে নামছে তাদের চিরচেনা আকাশী-সাদা জার্সিতে। দলটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ফ্যান্টাসি কিংডম এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে লন্ডনভিত্তিক জনপ্রিয় বাংলাদেশি স্পোর্টস অনলাইন প্ল্যাটফর্ম আল্টিমেট স্পোর্টস।
এছাড়াও, ইংলিশ ঈগলসের কো-স্পন্সর হিসেবে রয়েছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো।
দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, “ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ ঈগলস সবসময় সমাদৃত। বিগত বছরগুলোর ধারাবাহিক সাফল্যই আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।”
এই টি-টেন লীগে প্রতিবছরই উপচে পড়া দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও নটর ডেম কলেজের শিক্ষার্থীদের সরব উপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে।-বিজ্ঞপ্তি
ঢাকা/জান্নাত