ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে সংঘর্ষে ৪২১ শিক্ষক-শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৫  
চবিতে সংঘর্ষে ৪২১ শিক্ষক-শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী-শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। এতে নথিভূক্ত এবং আনুমানিকসহ মোট ৪২১ জন আহত রোগীর সংখ্যা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর পাঠানো এক পত্রে রোগীদের তালিকা পাঠিয়েছেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু তৈয়ব।

আরো পড়ুন:

পত্রে বলা হয়েছে, গত ৩১ আগস্ট মধ্যরাত থেকে সন্ধ্যা পর্যন্ত আহত হয়ে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসেন এবং পরবর্তীতে চমেক হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং রয়েল হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত ২৩৩ জন রোগীদের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে।

আরো বলা হয়েছে, আহত রোগীর চাপ বেশী হওয়ার কারণে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এমন আনুমানিক আরো ১৫০ জন রোগীর নাম নথিভূক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ৩৮ জন রোগীকে জরুরি ব্যবস্থ্যাপত্রের মাধ্যমেও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, তাদের নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। নথিভূক্ত এবং আনুমানিকসহ আহত রোগীর সংখ্যা ৪২১ জন।

অতএব, এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোগীদের আনুমানিক নামের তালিকা প্রেরণ করা হলো।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়