ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: এক হল থেকেই চার ভিপি-জিএস পদপ্রার্থী 

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০৭, ২০ আগস্ট ২০২৫
ডাকসু নির্বাচন: এক হল থেকেই চার ভিপি-জিএস পদপ্রার্থী 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক হল থেকেই দুইজন সহ-সভাপতি (ভিপি) পদে ও দুইজন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়েল কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী।

বুধবার (২০ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনে সব সংগঠনগুলো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন:

এদের মধ্যে স্বতন্ত্র প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে লড়বেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। তিনি ‘ডিইউ ফার্স্ট’ নামের প্যানেলে থেকে এ পদে লড়বেন। জামালুদ্দীনের সঙ্গে এ পদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, জসীম উদ্দীন হল থেকে কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইজন। এদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে এসএম ফরহাদ ও ছাত্রদলের প্যানেল থেকে শেখ তানভীর বারী হামিম একে অপরের বিপরীতে লড়াই করবেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়