ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকায় ৪৭১ প্রার্থী

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ২১:০১, ২৬ আগস্ট ২০২৫
ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকায় ৪৭১ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে, এর আগে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করেন ৬৫৮ জন এবং জমা দেয় ৫০৯ জন। যাচাই-বাছাই শেষে ৪৬২ প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন, বাদ পড়েন ৪৭ জন। পরবর্তীতে ৩৭ জন আপিল করলে ট্রাইবুনাল তাদের পক্ষেই রায় দেয় এবং তারা নির্বাচনে এখন বৈধপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আরো পড়ুন:

এছাড়া, ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপীল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের তালিকায় দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন,আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন।

এছাড়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৫ জন এবং সদস্য পদপ্রার্থী ২১৭ জন।

এবারের ডাকসু নির্বাচনে এই ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়