ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যাচেষ্টার মামলায় ডাকসুর ভিপি পদপ্রার্থী জালাল গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০০, ২৭ আগস্ট ২০২৫
হত্যাচেষ্টার মামলায় ডাকসুর ভিপি পদপ্রার্থী জালাল গ্রেপ্তার

জালাল আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে।

আরো পড়ুন:

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে জালাল আহমেদ তার রুমমেটকে ছুরিকাঘাত করেন। এর পরপরই বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়