ডাকসু নির্বাচন: ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীদের লাগানো ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের নেতৃত্বে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন তুলে দেওয়া হয়।
সরজমিনে টিএসসি ও বিভিন্ন হল গেটে থাকা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’সহ অন্যান্য প্যানেলের প্রার্থীর ব্যানার-ফেস্টুন প্রক্টরিয়াল টিমের সদস্যদের গাড়িতে তুলতে দেখা যায়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন বলেন, “আচরণবিধিতে ফেস্টুন লাগানোর বিষয়ে একটু ভুল বুঝাবুঝি ছিল। ফলে অনেকে ফেস্টুন বানিয়ে বিভিন্ন জায়গায় টানিয়েছে। তবে আমরা সবাইকে জানিয়েছি নিজেদের ব্যানার-ফেস্টুন তুলে নিতে। তারা না উঠালে প্রক্টরিয়াল টিমের সহায়তায় আমাদের টাস্ক ফোর্সের সহায়তায় তা সরিয়ে ফেলা হবে এবং সে কাজ চলমান রয়েছে।”
নির্বাচনী আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী- নির্বাচনী প্রচারণার জন্য কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।
এর আগে প্রার্থীদের ব্যানার ফেস্টুন সরানোর জন্য বুধবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেয় নির্বাচন কমিশন। তার আগেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী