ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচনে জয়ী ৭ নারী

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১১ সেপ্টেম্বর ২০২৫  
ডাকসু নির্বাচনে জয়ী ৭ নারী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে সাতটিতে জয়লাভ করেছেন নারী প্রার্থীরা। 

১২টি সম্পাদকীয় পদের মধ্যে তিনটিতে এবং সদস্যের ১৩টি পদের মধ্যে চারটিতে জয়ী হয়েছেন তারা।

আরো পড়ুন:

বিজয়ী সাত নারীর মধ্যে চার নারীই ভূমিধস বিজয় পাওয়া শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের।

এর মধ্যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে (স্বতন্ত্র) সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭৭৮ ভোটে, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে (শিবির প্যানেল) ফাতেমা তাসনিম জুমা ১০ হাজার ৬৩১ ভোটে এবং কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে (শিবির প্যানেল) উম্মে ছালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে বিজয়ী হন।

সদস্য পদে সাবিকুন নাহার তামান্না ১০ হাজার ৮৪ ভোট, মোছা. আফসানা আক্তার ৫ হাজার ৭৪৭ ভোট, হেমা চাকমা ৪ হাজার ৯০৮ ভোট এবং উম্মা উসওয়াতুন রাফিয়া ৪ হাজার ২০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সাবিকুন নাহার তামান্না ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রী ও আফসানা আক্তার শাখাটির সেক্রেটারি জেনারেল। হেমা চাকমা বামপন্থি প্যানেল থেকে এবং রাফিয়া নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রভাবে।

নির্বাচনে মোট ২৮ পদের মধ্যে শীর্ষ তিনটিসহ ২৩ টিতে জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। 

৩৮তম এ ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদের ১৩টি পদসহ মোট ৪১টি করে ভোট দেন প্রতিটি শিক্ষার্থী।

কেন্দ্রীয় সংসদে ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়