ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের গবেষণা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে: জবি উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:০৪, ৩০ আগস্ট ২০২৫
শিক্ষার্থীদের গবেষণা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে: জবি উপাচার্য

শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষকদের অধীনে তাদের গবেষণা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

তিনি বলেছেন, “একাডেমিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান সৃষ্টি ও বিতরণ। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে আমরা তাদের গবেষণা সহকারী হিসেবে নিয়োগের উদ্যোগ নিয়েছি।”

আরো পড়ুন:

শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে লোক প্রশাসন বিভাগের এক যুগপূর্তি উৎসব ও সাবেক–বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, “বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে প্রত্যাশিত সময়ে আমরা সবকিছু সম্পন্ন করতে না পারলেও গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করা হলে তারা একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের দক্ষতা অর্জন করতে পারবে।”

তিনি বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাস মনিটরিং সিস্টেম’ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও কোর্স কারিকুলাম নির্ধারিত সময়ে সম্পন্ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে আমরা সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের পথে অগ্রসর হচ্ছি।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার পরিচয়ের অংশ। শিক্ষার্থীরা এই পরিচয় নিয়েই ভবিষ্যতে নীতি-নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দেবে।”

সভায় আরো বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা এবং লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিন্‌তে ইকবাল।

দিনব্যাপী উৎসবে আনন্দ র‌্যালি, স্মরণিকা মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়