ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন ঘিরে জবিতে নিরাপত্তা জোরদার

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৪ জানুয়ারি ২০২৬  
জকসু নির্বাচন ঘিরে জবিতে নিরাপত্তা জোরদার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন ইস্যুকৃত আইডি কার্ড বা পাস দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করা যাবে। নির্ধারিত পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে ৬ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়