জকসু নির্বাচনের ভোট গণনা দেখার অপেক্ষায় শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমাবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। এলইডি স্কীনে দেখাবে ভোট গণনা দেখানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন; ভোট গণনা দেখার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভোটগ্রহণ শেষে এবার প্রহর গুনছে ভোট গণনার। শীতের রাতেও ফলাফল দেখতে এলইডি স্কীনে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি এবং দুই গেটে দুইটি এলইডি স্কীনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এলইডি স্ক্রীনের পর্দায় ভোট গণনা দেখতে জড়ো হয়েছে সহস্রাধিক শিক্ষার্থী। পুরুষ শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষার্থীরাও ভোট গণনা দেখার অপেক্ষায় রয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাসিম জানান, শীতের রাতে হিমশীতল বাতাস বইছে। এর মধ্যেও এলইডির পর্দায় ভোটের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন। একটু কষ্ট হলেও মনের মাঝে আনন্দ বিরাজ করছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী আহমেদ নাজির বলেন, “উচ্ছ্বাসের চেয়ে শঙ্কাই বেশি কাজ করছে। কারণ বাঙালি নির্বাচনের পূর্বে অনেক ইশতেহার দেয়। নির্বাচনের পর তারা তাদের এই ওয়াদা ভুলে যায়। তাই মনের মধ্যে যেমন আনন্দ রয়েছে তেমনি আশঙ্কাও রয়েছে।”
ঢাকা/লিমন/জান্নাত