ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ কেন্দ্রের ফল প্রকাশ: এবারেও ২৫ ভোটে এগিয়ে ছাত্রদলের ভিপি

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৮, ৭ জানুয়ারি ২০২৬
১৮ কেন্দ্রের ফল প্রকাশ: এবারেও ২৫ ভোটে এগিয়ে ছাত্রদলের ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ২৫ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

আরো পড়ুন:

১৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২১২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২১৫৪ ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়