ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসুর ২৩ কেন্দ্রের ফল: ভিপি পদে ছাত্রদল শিবিরের হাড্ডাহাড্ডি

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৪, ৭ জানুয়ারি ২০২৬
জকসুর ২৩ কেন্দ্রের ফল: ভিপি পদে ছাত্রদল শিবিরের হাড্ডাহাড্ডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। কয়েকটি কেন্দ্রে পিছিয়ে থেকেও টানা ৮ কেন্দ্রে জয় পাওয়ায় আবারো ভিপি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিবের থেকে ১২৮ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও, শীর্ষ অন্য দুই পদে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২ হাজার ৮১৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরে আরিফ ২ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ২ হাজার ৬৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকুল রহমান তানযিল পেয়েছেন ২ হাজার ৩৫০ ভোট।

এর আগে কয়েক বার পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্খিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার পেয়েছেন।

নির্বাচনে মোট ভোটের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া ভোটের মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

এর আগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু)। এসব নির্বাচনে শীর্ষ পদগুলো থেকে শুরু করে অন্যান্য পদেও নজিরবিহীন জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শীর্ষ তিনপদসহ অন্যান্য অধিকাংশ পদে এগিয়ে ছাত্র শিবিরের প্রতিনিধিরা।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়