ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত না দিলে মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত না দিলে মহাসড়ক অবরোধ

স্বাস্থ্যবিধি মেনে সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ‘ডেকে এনেছে প্রশাসন, এখন কেন প্রহসন।’ যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত না জানায়, তাহলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবো। এসময় ‘অতি দ্রুত পরীক্ষা চাই, পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে সব বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে। এমতাবস্থায় দীর্ঘ সেশনজটে পড়তে হচ্ছে আমাদের। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি, বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা তাতে আবেদন করতে পারছি না। এতে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।’ 

উল্লেখ্য, এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। 

ফাহাদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়