ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে ৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ জুন ২০২১  
কুবিতে ৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ধীরেন্দ্রনাথ দত্ত হলে রঙের কাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার (২৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ফারুক কোটবাড়ির দক্ষিণ বাগমারা গ্রামের মো. মোস্তফার ছেলে। 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই শ্রমিককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সব সময় বলে এসেছি। এ ঘটনার সব দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলেছি।

খোঁজ নিয়ে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বন্ধ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলার প্রস্তুতি হিসেবে বিশেষ প্রকল্পের আওতায় প্রতিটি হল সংস্কার কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সংস্কার কাজ চলছিল।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়