ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৬ পরিবারকে যবিপ্রবি কর্মচারী সমিতির খাদ্য সহায়তা

সজীবুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৩১ আগস্ট ২০২১  
৪৬ পরিবারকে যবিপ্রবি কর্মচারী সমিতির খাদ্য সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় বিপদগ্রস্ত, অসহায়, গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ৪৬টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আগে তার রেখে যাওয়া এ দেশের জনগণকে ভালোবাসতে হবে, তার চিন্তা ও চেতনাকে লালন করতে হবে। আমাদের সন্তানদের যেন ভালোভাবে পড়াশোনা করাতে পারি, বাঙালি যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়, দু-বেলা দু-মুুঠো অন্ন খেতে পায় এ লক্ষ্যে সারাজীবন বঙ্গবন্ধু কাজ করে গেছেন। অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি যবিপ্রবি কর্মচারী সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। 

কর্মচারী সমিতির খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সহ-সভাপতি এস এম রাজু আহমেদ, রুমেল রহমান রনি, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান পারভেজ, কোষাধ্যক্ষ অসীম কুমার রায়, দপ্তর সম্পাদক মো. বাবলুর রহমান, ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা লাল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীরা।

সজীব/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়