ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাংলা-ইংরেজির সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে’

ক‌্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:২৫, ৩ সেপ্টেম্বর ২০২১
‘বাংলা-ইংরেজির সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

বাংলা ও ইংরেজির পাশাপাশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এবং ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ আয়োজিত ‘এনটেঙ্গলড ইংলিশেজ ইন ট্র্যান্সলোকাল স্পেসেস’ শীর্ষক তিন দিনের ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। মূল আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনির এমিরেটাস প্রফেসর অ্যালেসটার পেনিকুক। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।

শিক্ষামন্ত্রী বলেন, ’আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় বাংলা, ইংরেজি এবং স্থানীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইংরেজির সঙ্গে আমাদের বসবাস দীর্ঘদিনের। যদিও ইংরেজি একসময় ঔপনিবেশিক প্রভুদের শাসনের হাতিয়ার ছিল। কিন্তু, সময়ের পরিক্রমায় এটি এখন বৈশ্বিক সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। যেহেতু সারা বিশ্বের ভাষা শেখার সুযোগ নেই, সেহেতু আমরা ইংরেজিকে বৈশ্বিক ভাষা হিসেবে গ্রহণ করতে পারি। এটি আমাদেরকে বিশ্বের বৃহত্তর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারে।’

তিনি বলেন, ‘পাকিস্তানি শাসকগোষ্ঠী জোরপূর্বক আমাদের মাতৃভাষা বাংলার কণ্ঠ রোধ করতে চেয়েছিল। আমরা পাকিস্তানের সে চেষ্টা সফল হতে দিইনি। আমরা মাতৃভাষার অধিকার আদায়ে সফল হয়েছি। এই সফলতার ধারাবাহিকতায় আমরা ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিবসের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আমাদের প্রিয় বাংলাভাষা।’

এ সম্মেলনকে সময়োপযোগী আয়োজন হিসেবে অভিহিত করে ইউল্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

ইউল্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের সম্মেলনে মোট ৭০টি সেশন হবে। অনলাইন প্ল‌্যাটফর্মে আয়োজিত এ সম্মেলনে সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষকরা যোগ দিচ্ছেন।

এ সম্মেলনের আহ্বায়ক সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ‌্যাডভাইজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়লা সুলতানা এবং কার্যনির্বাহী পরিষদের দায়িত্বে আছেন ইংলিশ অ‌্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফা গনি রহমান। ইংলিশ অ‌্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ঢাকা/সিনথিয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়