ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবির প্রতিবর্তনের নেতৃত্বে নান্টু-রায়হান

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২১  
কুবির প্রতিবর্তনের নেতৃত্বে নান্টু-রায়হান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নান্টু বিশ্বাসকে সভাপতি এবং গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন:

রোববার (১৯ সেপ্টেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল কাউসার রুমকি, মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী প্রিন্স মাহমুদ জর্জ এবং মো. মোশাররফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শাওন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১তম ব্যাচের আসাদুজ্জামান অভি এবং পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী পূজা চক্রবর্তী। 

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ রাব্বী, সুমাইয়া তাবাসসুম। কোষাধ্যক্ষ হিসেবে আছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আপন মজুমদার। দপ্তর সম্পাদক হিসেবে আছেন গণিত বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা।

উপ দপ্তর সম্পাদক হিসাবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল হক। প্রচার সম্পাদক বাংলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাহিদুল ইসলাম বিজয়, গণিত বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ বণিক। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল দেবনাথ। 

গণিত বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অর্ণব সিংহ রায়। প্রশিক্ষণ ও পরিবেশনা সম্পাদক আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা। আপ্যায়ন সম্পাদক নৃবিজ্ঞান ১৩তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। গ্রন্থনা ও প্রকাশনা অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী কামরুন নেসা সুম্মা।

এছাড়াও নির্বাহী সদস্য হয়েছেন অথিয়া পোদ্দার, আহেলী কানিত, লাবিবা ইসলাম, মুনিরা আকতার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্জুন দাস শুভ্র, প্রীতম বৈদ্য, সামি আল জেবিন, আনিকা তাসনিম সুপ্তি, সংগীতা চক্রবর্তী, সুমাইয়া আক্তার শিমু, রাবিনা ঐশী, হাসিন মাহতাব মাহিন, মোস্তফা কামাল রিফাত, সৈয়দ মহিউদ্দীন আহমেদ, হুমায়রা ইবনাত আনান, মৈত্রী দাস, কানিজ ফাতেমা সুমি, চৈতী চাকমা।

শরীফ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়