ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২১
পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

জাতিসংঘের ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপাচার্য এই অভিনন্দন জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর এ পুরস্কার পাওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হয়।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইলফলক হয়ে থাকবে।

এই পুরস্কারের মাধ্যমে প্রতীয়মান হয় যে, দারিদ্র্য দূরীকরণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস চলাকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা আজ বিশ্ব স্বীকৃত।

ইয়ামিন/মাহি   

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়