ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানবিক রোভার স্কাউট

নাজমুল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১ নভেম্বর ২০২১   আপডেট: ২২:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২২
মানবিক রোভার স্কাউট

আহত ব্যক্তিকে হাসপাতাল নিয়ে যাচ্ছে বাঙলা কলেজ রোভার স্কাউট সদস‌্যরা।

রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ। আর বাঙলা কলেজ রোভার স্কাউট সেই কাজটিই প্রতিনিয়ত করে যাচ্ছে। আশপাশে যখনই নিজেদের সামনে কেউ বিপদগ্রস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে মিরপুর টোলারবাগের সামনের রাস্তায় এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পান। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিটিকে তাৎক্ষণিক সরকারি বাঙলা কলেজ রোভার সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এরপর লোকটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

বাঙলা কলেজ রোভার স্কাউটের সভাপতি ফয়সাল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘কলেজ থেকে রোভার সদস‌্যরা বাসায় ফিরছিলেন। তখনই দুর্ঘটনাটি চোখে পড়ে। সবাই মিলে আহত ব্যক্তিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় ত্রিকোণী ব্যান্ডেজ বেঁধে দিই। এরপর হাসপাতালে ভর্তি করে উনার পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসি।’ 

ফয়সাল আরো জানান, রোভারিংয়ের মূলমন্ত্রই হচ্ছে সেবা। আর মানুষের যেকোনো বিপদে এগিয়ে আসাই তাদের একমাত্র উদ্দেশ্য।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়