ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উনিশ-কুড়ির মেলবন্ধন

রুবাইয়াদ ইসলাম, হাবিপ্রবি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২২  
উনিশ-কুড়ির মেলবন্ধন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হয়ে গেলো ‌‌‌‘উনিশ কুড়ির পৌষালি’ উৎসব। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীরা মিলে সম্প্রতি আয়োজন করে এই উৎসবের। অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের এক অপূর্ব মেলবন্ধনের প্রতিচ্ছবি। 

আরো পড়ুন:

অনুষ্ঠান ঘিরে সবার মধ্যে এক ধরনের ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ প্রতিটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রমাণ করেছিল তাদের মধ্যে থাকা এক ধরনের অনাবিল আস্থার সম্পর্কের কথা। কে সিনিয়র আর কে জুনিয়র, তা বোঝার কোনো উপায় ছিল না। সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেদিন। একসঙ্গে নাচ, গান, খেলাধুলাসহ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। 

দিনের শুরুতে সবাই শীতের সকালের কুয়াশা ভেদ করার আগেই চলে এসেছেন নির্ধারিত পিকনিকের জায়গায়। সারাদিন হইহুল্লোড় আর একসঙ্গে মজা করার পরও কারো চোখেমুখে ছিল না কোনো ধরনের ক্লান্তির ছাপ। সেদিন পিকনিকস্পটটি ঘিরে এক ধরনের আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুই সময়মতো হয়েছে। সন্ধ্যা নামার আগেই সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

সিনিয়র-জুনিয়র সম্পর্কটা বিশ্ববিদ্যালয় জীবনের একটি আস্থার প্রতীক এবং সবার ভালোবাসা ও সম্প্রীতির মেলবন্ধনের জায়গা। প্রতিটি শিক্ষার্থী বেশ উপভোগ করে থাকেন এ সম্পর্ক। বিশ্ববিদ্যালয় জীবনের এই সম্পর্কটা সবার জীবনেই বেশ স্মরণীয় হয়ে থাকে। 

লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়