ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি ভিসির কার্যালয়ে ভাঙচুর চালালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৩১ জানুয়ারি ২০২৩  
চবি ভিসির কার্যালয়ে ভাঙচুর চালালো ছাত্রলীগ

পছন্দের ব্যক্তিকে শিক্ষক পদে নিয়োগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া তারা ক্যাম্পাসের শাটল ট্রেনও অবরোধ করে। 

গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪১ তম সভা চলছিল। সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়। এসময় পছন্দের প্রার্থী নিয়োগ বঞ্চিত হওয়ার খবর পেয়ে ছাত্রলীগের একাংশের বেশ কয়েকজন কর্মী উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালায়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরগামী শাটল ট্রেন বিকেল ৫টার দিকে অবরোধ করে । পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাটল ট্রেন নগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

প্রক্টর রবিউল হাসান জানান, যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়